আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বাংলা ভাষায় রচিত অমর একুশে কেন্দ্রিক যেকোনো কবিতা আবৃত্তি করে একজন প্রতিযোগী অংশ নিতে পারবে। রেকর্ডকৃত আবৃত্তির ভিডিওটি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রতিযোগিতা শেষে বিজ্ঞ বিচারকমণ্ডলীদের মাধ্যমে নির্বাচিত সেরা তিনজন বিজয়ীর জন্য থাকবে সার্টিফিকেট ও পুরস্কার।
প্রতিযোগিতা সম্পর্কে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি বলেন, “ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এবং তরুণদের সাহিত্য-সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, প্রতিযোগীরা তাদের সৃজনশীলতা ও আবৃত্তির দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাবে।”
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প প্রতিযোগিতার আয়োজন করে যা সারাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।