শফিক ইসলাম,উপজেলা সংবাদদাতাঃ
আওয়ামীলীগ,যুবলীগ, ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের চোরা গুপ্তা সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সহ দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহালছড়ি উপজেলা বিএনপি।
মঙ্গলবার(০৪ ফেব্রয়ারী) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সদর বাজার,থানা মোড়,বোর্ডঘাট,হাসপাতাল সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মিছিলটি শেষ হয়। অন্য দিকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় হতে মিছিলটি ইউনিয়নের বাজার,প্রধান সড়ক পদক্ষিণ করে শেষ হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে,সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল ছাত্তারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যন্যা নেতৃবৃন্দ।অপর মিছিলটির সভাপতিত্ব করেন মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সাত্তার।
এ সময় বক্ত্যরা বলেন,১৬ বছর জুলুম নির্যাতন করেছে স্বৈরাচারী হাসিনা, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু তার দোসরেরা এখনো আত্মগোপনে রয়েছে স্বৈরাচারের প্রধান ভারতে বসে দেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করছে। বিগত সময়ের মত দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশের মানুষ তা কখনোই মেনে নিবে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মহালছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।