আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ প্রকৃতিতে বইছে শৈত্যপ্রবাহ, বাড়ছে শীতের প্রকোপ। শীতের তীব্রতা বাড়ার সাথে কষ্ট বাড়ছে গরিব ও অসহায় নিম্ন আয়ের মানুষের। শীত এলেই তারা ঠাণ্ডায় কাতর হন, খাবারের চেয়েও শীত নিবারণ জরুরি হয়ে পড়েছে।
শীতার্ত ও দরিদ্র এসব মানুষের মাঝে কিছুটা উষ্ণতা ছড়াতে খাগড়াছড়ির মানিকছড়িতে ৭’শ শীতার্তের মাঝে ব্যক্তি উদ্যোগ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এইচ এ গ্রুপের চেয়ারম্যান হাফিজ আহমেদ।
২১ ডিসেম্বর শনিবার উপজেলার দক্ষিণ কালাপানিতে প্রতিষ্ঠিত জরিফা খাতুন মহিলা দাখিল মাদরাসার মাঠে ও গ্যাসফিল্ডে অবস্থিত হাফিজ আহমেদ সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে বিভিন্ন হিফজুল কুরআন মাদ্রাসা, এতিমখানা, মানবিক সংগঠন, মসজিদের ইমাম-মোয়াজ্জেম ও হত-দরিদ্র শীতার্ত ৭০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিল্পপতি হাফিজ আহমেদ। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. এনামুল হক মেম্বার, ডা. আলমাছ ও স্থানীয় সর্দার শের খান বাহাদুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে বয়োজ্যেষ্ঠ ঞোরী মারমা বলেন, বাজারে দ্রব্যমূলের উর্ধগতিতে সংসারে এমনিতেই সুখ নেই! এরই মাঝে হাড়কাঁপানো শীতে কাবু। হাফিজ আহমেদ সাহেবের শীতবস্ত্রে একটু স্বস্তি মিলবে। ওনার মতো সমাজের প্রতিটি বিত্তশালী মানুষের উচিত সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো’।