• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ৭১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গুণী সাংবাদিক এবং “দৈনিক গিরিদর্পণ” পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক পার্বত্য জেলা রাঙ্গামাটি’র এ. কে. এম. মকছুদ আহমেদ।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি
মোহাম্মদ জহুরুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা’র আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা’র সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, গুণী সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির প্রতিনিধি জাহিদ হাসান।

সভায় প্রধান অতিথি সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পূর্বে আরো অনেকে জেলায় সাংবাদিক করেছিলেন যার জন্য তাদেরকে প্রেসক্লাব তথা খাগড়াছড়ি ছেড়ে পালাতে হয়েছে। সরকার পতনের পর নতুন বাংলাদেশ এ খাগড়াছড়িতে প্রেসক্লাবের যে পুনঃগঠিত হয়েছে তাদের স্বাধুবাদ জানায়। এবং কোন ধরনের অন্যায় কে প্রশ্রয় না দিয়ে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি বক্তারা পার্বতাঞ্চলে শুরু থেকে সাংবাদিকতায় সংগ্রাম, সঠিক তথ্য প্রকাশ তুলে ধরাসহ যে ভূমিকা সাংবাদিকরা রেখেছিলেন তা তুলে ধরে স্মৃতি চারণ করেন। সভা শেষে পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ