আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গুইমারা রিজিয়নের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দির, তিনটহরী শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, একসত্যাপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরও তিনটহরী বড়ডুলু অদৈত্ব অচুত্য ধাম পুজা মন্ডপ পরিদর্শন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাবুবুল বারি ও সংশ্লিষ্ট মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদকসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিদর্শনকালে জোন কমান্ডার মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন এবং পূজামন্ডপ কমিটিদের সাথে কথাবার্তা বলেন। কমিটির সদস্যরা নিরাপত্তার বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত সবাইকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে জোন কমান্ডার প্রতিটি মণ্ডপে পূজা উদযাপনে সহায়তা হিসেবে ১০হাজার করে মোট ৪০হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।