• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে ৯ যু্বককে আটক

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ২৭০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে ৯ যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো স্হানীয় আওয়ামী লীগ নেতা বাবু মোল্লার ছেলে মাসুদ মোল্লা (২৫), মোঃ শাজাহান সরদারের ছেলে মোঃ আশিক সরদার (১৯), মোশারফ প্রামানিকের ছেলে মোঃ হিরু প্রামাণিক রবি (২৪), কাশেম আলী খানের ছেলে মোঃ ইলিয়াস খান (২৫), লালটু মন্ডলের ছেলে মোঃ হাফেজ মন্ডল (২০), হাসান শেখের ছেলে মোঃ ইমন শেখ (১৯), ফজলু মুন্সির ছেলে মোঃ জুয়েল রানা (১৯), আক্কাস আলী মৃধার ছেলে মোঃ মিজানুর রহমান, শফি শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০)। এরা সকলেই দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে মোঃ মাসুদ রানা (২৫), মোঃ আশিক সরদার (১৯), মোঃ হিরু প্রামাণিক রবি (২৪) ও মোঃ ইলিয়াস খানের (২৫) বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে যৌন পল্লীর ১ নং গেটের মধ্যে আক্তার হোসেনের বাড়ির সামনে আটককৃত যুবকরা মদ খেয়ে মাতলামি করছিল।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। স্বাস্থ্য পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের বিরুদ্ধে এলকোহল পান করার ছাড়পত্র প্রদান করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন,মদ্যপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে রাতেই আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে শনিবার দুপুরের দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ