ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে ” মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এর সভাপতিত্বে এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং মৎস্যজীবি রাজু মিয়া ও মো: ইউসুফ।
প্রসঙ্গত: এই বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “