সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।
পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৯ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ
বুধবার ২৬শে জুন বিকালে এক প্রেস নোটের ওসি “স্বপন কুমার মজুমদার” এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলো, সত্যজিতপুর গ্রামের মোঃ দারোগ আলি সেখের ছেলে ১। মোঃ সাগর শেখ (৩০), ও নজর আলি সেখের ছেলে ২। মোঃ আলম শেখ (৩৩), মোঃ আলম আলি সেখের স্ত্রী ৩। মোছাঃ চম্পা বেগম (২৬) ও আলম আলি সেখের ছেলে ৪। মোঃ সোহেল শেখ (২৫)
এদের সর্ব গ্রাম- সমসপুর মধ্যপাড়া,
এছাড়াও, নাচনা মুরাদপুর গ্রামের মৃত আজগর আলি সেখের ছেলে ৫। মোঃ আব্দুল্লাহ হেল মৃক্তাদী (৩৮),সমশপুর গ্রামের আসলাম খলিলের স্ত্রী ৬। ইয়াসমিন(৩২), এবং বহলাডাঙ্গা গ্রামের মজুর স্ত্রী ৭। ঝর্না বেগম (৩৫), একাই গ্রামের কোরবান সেখের ছেলে ৮। রবিউল শেখ (৩৪),নারায়নপুর গ্রামের মোঃ ইকবাল মন্ডলের ছেলে ৯। মোঃলিটন মন্ডল(৪০), এদের সর্ব থানা পাংশা ও জেলা-রাজবাড়ী। পরে আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।