• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে পালিত হলো পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) গুইমারায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চট্রগ্রাম বিভাগে NUSDF Bangladesh আয়োজন করে ‘পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড’ প্রতিযোগিতা গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত   গুইমারাতে ৩০ কেজি গাঁজা সহ একজন গ্রেপ্তার গুইমারাতে এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে দুর্নীতি কাজ না করেই টাকা উত্তোলন ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই স্পীল ওয়ের ১৬ জলকপাট লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৩৩৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রামে মোছাঃ সিনহা পারভিন (১১) নামের এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১১টায় ৪ই জুন নাগগাঁতী গ্রামে তার নানির বাড়িতে এঘটনা ঘটে। মোছাঃ সিনহা পারভিন ময়মনসিং জেলার মুক্তাগাছা থানার মোঃ সুজন মাহমুদের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, সিনহা পারভিনের জন্মের কয়েক মাস পরেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, পরে তার মা মারুফা খাতুনের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের সাথে বিয়ে হয়। তার মায়ের কাছেই অতি আদরে বড় হয় সিনহা পারভিন।

মৃত সিনহার মা মারুফা খাতুন জানান, স্কুলে খেলাধুলা হচ্ছে অতিরিক্ত গরমের কারনে খেলতে নিষেধ করায় অভিমান করে ঘরের দরজা লাগিয়ে দরনার সাথে ওড়না পেচিয়ে ফাঁসি নেয় সিনহা, এটা দেখার পরে আমি চিৎকার দিলে গ্রামবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ঝুলানো অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে তখনই দেখা যায় সে মারা গেছে। একথা বলতেই কান্নায় ফেটে পরেন মৃত সিনহার মা মারুফা খাতুন।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল তদন্ত করেছি, গ্রামবাসি ও আত্মীয় স্বজনের অভিযোগ স্কুলে খেলতে মানা করায় অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। তাই তারা ময়নাতদন্ত না করেই লাশ মাটি দেওয়ার জন্য আরজি করছে, তবে মেয়ের বাবা ময়মনসিংহ থেকে আসতেছে তার সিদ্ধান্ত জানার পরে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রাথমিক অবস্থায় জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ