এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় “বিঝু, বৈসুক, সাংগ্রাই বয়ে আনুক শান্তি, সম্প্রীতি সৌহার্দ্য ও সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে বিগত বছরের ন্যায় ৬দিন ব্যাপী বিঝু মেলা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রধানতম সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিঝু। যা বৈসাবি নামেই পরিচিত।
৭ এপ্রিল (সোমবার) বিকেলে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে ৬ দিনব্যাপী এ মেলা ও উৎসবের উদ্বোধন করেন, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম সহ আরো অনেকেই।
৬ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, চাকমা নাটক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী যন্ত্র সংগীত, উভগীত, গেংখুলী গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব সহ বিশিষ্টজনদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।