• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কেএনএফের কর্মকাণ্ড নির্মূলে অভিযান অব্যাহত রাখার দাবি-পিসিএনপি’র নিখোঁজের ৫ দিন পর নারীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব প্রেমকুমার চাকমা প্রতিক পেয়েই প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম হোসেন মোংলায় বীর মুক্তিযোদ্ধা আ: হামিদ শেখ কে গার্ড অব অনার মধু মেলায় মানিকছড়িতে কৃষি ঋণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করার দাবি পিসিএনপি’র লংগদুতে চলছে নির্বাচনী প্রচার- প্রচারনা, প্রার্থীীরা দিচ্ছে বিভিন্ন আশ্বাস কাপ্তাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি ৩ চেয়ারম্যান  প্রার্থীর সহিংসতামুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার  ভোট দেওয়া জনগণের গনতান্ত্রিক অধিকার -জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান: কক্সবাজারে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

এলাকার ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি: অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার: / ১২৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:

বান্দরবানের থানচিতে বৃহস্পতিবার রাতে গোলাগুলির পর এখন কিছুটা এলাকা শান্ত রয়েছে।তবে সকাল থেকে পূনরায় গুলির বর্ষনের ভয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক পরিস্থিতিতে থমথমে বিরাজ করছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে গুলিবর্ষণের ভয়ে ও আতঙ্কের এলাকা থমথমে পরিস্থিতিতে দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কেউই বাজারে আসছে না এবং যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জন সাধারণ মানুষ। বেলা আড়াইটা সময় চট্টগ্রাম রেঞ্চ পুলিশ সুপার (এ্যাডমিন ও ইন্টেলিজেন্স) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) সঞ্জয় সরকার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কেএনএফ রাতে আচমকা থানচি থানা লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে হামলার প্রতিরোধ করে। পরে পুলিশের সঙ্গে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ার শুরু করে। পরে আইনশৃঙ্লা বাহিনীর তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় সশস্ত্র গোষ্ঠীটির। এসময় দুই শতাধিক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শুরুর পরই থানচি বাজার একেবারে জনশূন্য হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজার গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। এছাড়া, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখায় ডাকাতির পর ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করে র‍্যাব। তবে এই ঘটনায় এলাকার ছেড়ে পালিয়ে যাওয়ার মতো এখন পর্যন্ত পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই জনসাধারণের প্রতি আহ্বান আপনারা ভয়ে এলাকা ছেড়ে চলে যাবেন না। জনসাধারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ