সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে, ইটের ভাটায় বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
বুধবার ২৭শে মার্চ দুপুরে ছোটভাগলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ-সময় ঘটনাস্থলে থেকে একটি ভেকু মেশিন জব্দ ও মাটি বিক্রির সাথে জরিত ৬ জন ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন। পরিবর্তীতে তাদেরকে উপজেলা প্রশাসন এর কার্যলয়ে নিয়ে, মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে মাটি বিক্রি না করার শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রয়কারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর অভিযান নিয়মিত ভাবে চলছে। এই ধারা অব্যাহত থাকবে।