• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধি : / ১৯৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ সালাউদ্দিন:
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন,মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন,পতাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নরুল আলমগীর, গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ও উপস্থিতিদের আলোচনায় মানিকছড়ি, গুইমারা, জালিয়াপাড়া, বড়পিলাক, হাফছড়ি এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তন ও পাচার,ইউনিয়ন পরিষদের নামে চাঁদা আদায়, সরকারি সড়কে মালবাহী গাড়িতে ওভার লোডিং, মাদকদ্রব্য ব্যবহার ও সরবরাহ, জোনের দায়িত্ব পুর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা, বাজারের শৃঙ্খলা, সরকারি সড়কের সুরক্ষার মতো বিষয় তুলে ধরেন আলোচকরা। ১৮ (ফেব্রুয়ারি) খাগড়াছড়ি পুলিশ সদস্য নিয়োগ মাঠে (ক্ষুদ্র- নৃগোষ্ঠীর)স্থলে, উপজাতিয় কোটা লেখা সাইনবোর্ড ব্যবহার করা হয়। যাহা সংবিধান অনুযায়ী বহির্ভূত শব্দ,শব্দটি বাঙালি জাতির জন্য বেদনাদায়ক, সংবিধান বিরোধী শব্দ ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে প্রধান অতিথির মাধ্যমে কর্তৃপক্ষকে অবগত করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ মোকতাদের হোসেন।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান এবং সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ