আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির ‘তৃণমূল উন্নয়ন সংস্থার’ মানিকছড়ি উপজেলার সহযোগি ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা’ তৃণমূল উন্নয়ন সংস্থার’ সহযোগি সংগঠন উপজেলা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়। এতে উপজেলার চার ইউনিয়নের ৩০ জন ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল উন্নয়ন সংস্থার মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, সংগঠনের আস্থা প্রকল্পের মাঠ কর্মকর্তা চিংথোয়াইউ মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সদস্য সুইচিংপ্রু মারমা প্রমূখ।