• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জীবনে পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না -অংসুই প্রু মারমা বান্দরবানে সাধারণ ছাত্র সমাজের সংবাদ সম্মেলন সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চার যুবক গ্রেফতার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হোন- অধ্যাপক আহসান উল্লাহ দীঘিনালাতে মেধাবৃত্তি শিক্ষার্থীদের ক্রেস্ট ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয় চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গুইমারায় অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদল কর্মী ওসমানের পাশে জামায়াত সাংবাদিক সহ সকল পেশার মানুষের সহযোগিতা চাইলেন রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার নতুন ওসি তিন পার্বত্য জেলা পরিষদে ৩ জন নতুন চেয়ারম্যান ৩১ দফা নিয়ে মহালছড়িতে কেন্দ্রীয় ছাত্রদলের আগমন নেত্রকোনায় মানবকল্যাণ কামনা করে সূর্য পূজা উদযাপন রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সাধন সাহা জয়, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ৩০৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

সাধন সাহা জয়, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, মানববন্ধ ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে  দুর্নীতি বিরোধী  আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা সহ সমাবেশে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ পরিচালনা করেন ইউএনও তানভীর ফরহাদ শামীম।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে ডাকবাংলো প্রাঙ্গণে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মাহমুদা জাহান। দু’প্রক সদস্য আব্বাস উদ্দিন হেলাল উপস্থাপনায়
বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবু ইসাহাক, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, উপজেলা যুবলীগের সভাপতি শামস্ আলম, মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি আবু কাওসার, মাওলানা আব্দুল মতিন, অধ্যাপিকা শিউলি পারভীন,  মিসেস আমিনা খাতুন প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবীনগর হযরত আমেনা (রা) পৌর মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংস্থা হোপের কর্মীরা সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ