আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার কুমিল্লার লাকসামে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জামা দিয়েছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ব্যতীত এ আসনে অন্যকোন প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। তবে জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা কামাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাকের পার্টি প্রার্থী টিপু সুলতান, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, বুধবার দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ব্যতীত এ আসনে অন্যকোন প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে চাইলে ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত জমা দিতে পারবেন। ওইদিন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।