• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাঙ্গু নদীতে নৌকায় ডুবে নারী নিখোঁজ এখনো সন্ধান পাওয়া যায়নি মোল্লাহাটে বিএনপির আহবায়ককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চলছে উৎসবের আমেজ লামায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অসহায় জায়গার মালিকের যত অভিযোগ বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত রান্না ঘর ও বাগান নবীনগর নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন! সাজেকে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান মানিকছড়িতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হাতে-কলমে অক্ষর শিখছে শিশুরা প্রবারণা উৎসবে মানিকছড়িতে অনুদান বিতরণ গুইমারা কলেজের সাফল্য মায়ের ইচ্ছে স্বপ্নপূরণে চিকিৎসক হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত আশরাফুল

শান্তি মিছিল শেষে ক্যাম্পাসে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত দুই ছাত্রলীগ নেতা

মাসুদ রানা, স্টাফ  রিপোর্টার (ঢাকা) / ১৬৭৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা (ঢাকা)

রাজধানীর রমনায় শান্তি মিছিল শেষে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগ দুই নেতা। তারা হলেন সালমান ফয়সাল (২৬)ও হাবিবুর রহমান (২২). সালমান সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রলীগ সভাপতি এবং হাবিবুর রহমান বি,বি,এ প্রফেশনাল বিভাগের সাধারণ সম্পাদক।

সালমান ৫১২/৪ নয়াটোলা চেয়ারম্যান গলি, হাতিরঝিলের মইনুদ্দিনের ছেলে। অপরদিকে হাবীব নোয়াখালী সদরের আব্দুল হাই এর ছেলে। বর্তমানে মগবাজার চান বেকারীর গলিতে ভাড়া থাকেন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা তিনটার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত সালমান জানান, আজ দুপুরের দিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে অবরোধকারীদের বিরুদ্ধে শান্তি মিছিল বের করি আমরা। এরপর মিছিল শেষে বিশ্রামের জন্য আমাদের কলেজের ক্যাম্পাসে ফেরার পথে ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা কাঠ , চেয়ার ও বাঁশ নিয়ে আমার পিঠে ও শরীরের বিভিন্ন অংশে মারতে থাকে। তখন আমার সহপাঠী হাবিবুর রহমান আমাকে বাঁচাতে এগিয়ে এলে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে হাবিবের ডান হাতের বাহু রক্তাক্ত জখম হয়। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আহত শিক্ষার্থীদেরকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ সময় রক্তাক্ত জখম হাবিবের ডান হাতের বাহুতে পাঁচটি সেলাই দেয়া হয়।আমরা বিষয়টি রমনা মডেল থানা পুলিশকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ