তরিকুল ইসলাম ফাহিম লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়, সমিতির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩ জন আহত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর ) দুপুর সৌয়া ৩ টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা ,ফারুক হোসেন ও আব্দুল হক।আহত সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ দলিল লেখকরা জানান, তাদের লেখা মোট ৪২ টি দলিল ও এর রাজস্বের প্রায় অর্ধ কোটি টাকার পে অর্ডার সহ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা একটি ব্যাগে করে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে ঢুকতে গেলে দলিল লেখক রিংকু, বিপ্লব, সাজদার ও বহিরাগত নিউটন বাধা দেয় এবং ওই ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় অফিসের মোহরার রিপন ওরেফে কপিষ্ট রিপন অফিসের গেট বন্ধ করে দেয়।
এসময় কামরুজ্জামান লাভলুর নের্তৃত্বে, তার ছেলে হাসান, সাজদার, বিপ্লব, রিংকু সহ বহিরাগতরা উল্লেখিত ব্যাক্তিদের মারপিট করে আহত করে। পরে অন্যান্য দলিল লেখক এসে তাদের উদ্ধর করে। লালপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানা জানান, বিষয়টি শুনেছি তবে ঘটনার সময় এজলাসে ছিলাম তাই এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়া সম্ভব হচ্ছেনা। ভুক্তভোগীরা জানান,থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।