• শনিবার, ১১ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছুকদের জন্য ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’ ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি   কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হবার অভিযোগ মহেশখালী’র নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় মানিকছড়িতে বিজয় উল্লাসে ভোটারের পাশে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়ি ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা, একটিতে ফলাফল ঘোষণা স্থগিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা মহেশখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: সহবস্থানে থেকে কাপ্তাইয়ে শান্তিপূর্ণ প্রচারণায় প্রার্থীরা কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

লালপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর (নাটোর): / ২৬২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

তরিকুল ইসলাম ফাহিম নাটোর লালপুর

বিএনপি জামাতের অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও দেশব্যাপী অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের লালপুরে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২২ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আতাউর রহমান জার্জিস, লালপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, আরবাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আগামীতেও এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ শেষে একটি গণ মিছিল বের হয়ে লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ