• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রুখতে হবে ষড়যন্ত্র- আলমগীর কবির গোয়ালন্দে অটোরিকশা সহ চোর চক্রের প্রধান আটক জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে সহিংস ঘটনায় নিহত ৩- আহত ৯ খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত

গুম একটি মানবতা বিরোধী অপরাধ সরকার দমনের নাম চরম মিথ্যাচার করে প্রেস নোট বানায়

তুষার মুজিব, চট্টগ্রাম / ১৯০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সংহতি দিবসে বক্তরা বলেছেন গুম একটি মানবতা বিরোধী অপরাধ রাষ্ট্র কর্তৃক এই অপরাধ সংগঠিত হয়ে থাকে। রাষ্ট্রের আইনশৃঙ্খ বাহিনীর হাতে মানুষ এই গুমের শিকার হয়, এ বিষয়ে আন্তর্জাতিক কনভেশন রয়েছে তারপরও উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এই মানবতা বিরোধী অপরাধ হয়ে আসছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এ দেশকে এ কলঙ্ক থেকে মুক্ত করা সময়ে দাবী।

রাষ্ট্রের বাহিনীরা এসব অপরাধ করতে গিয়ে চরম মিথ্যার আশ্রয় গ্রহণ করে। অবাধ মিডিয়া হওয়ার কারণে তারা যে মিথ্যা বলছে জনগণ তা বুঝতে পারে। তারপরও তারা অনবরত মিথ্যা বলে যাচ্ছে, কোন নিরাপদ মানুষকে আটক করলে তারা মিথ্যার একটা বিবৃতি দিয়ে থাকে তারা ।

৩০ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বক্তারা এ কথা বলেন,মানবাধিকার কর্মী মুজিব উল্লাহ তুষারের সভাপতিত্বে আব্দুল্লাহ মজুমদারের সঞ্চালনায় প্রতিবেদন পাঠ করেন। গুম থেকে ফেরত আসা ও হেফাজতে নির্যাতনের শিকার রিজভী হাসান চৌধুরী। ছেলেকে ফেরত চেয়ে বক্তব্য দেন গুমের শিকার কর্ণফুলী থানাধীন জাহেদ হাসানের মা হোসনে আরা,পিতাকে ফেরত চেয়ে বক্তব্য গুমের শিকার বলি মনছুরের পুত্র বাদশাহ মিয়া।

এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল হুদা, রোকন উদ্দিন, মানবাধিকার কর্মী ইমরান সোহেল, রুহুল আমিন,সংস্কৃতিকর্মী সজল দাস, বিডি কাশেম, অভিলাষ মামুদ,মোহাম্মদ মাসুদ রানা, গোফরান,জোহরা বেগম বেবি,কামরুল হাসান রুবেল,রেজাউল করিম,ওচমান জাহাঙ্গীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ