মোঃ শহিদুল ইসলাম, সদর(রাঙ্গামাটি)
গত ০৩.০৮.২০২৩ ইং (বৃহস্পতিবার) হতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় থেমে থেমে মাঝারী ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে ছোটো ছোটো পাহাড় ধ্বস লক্ষ করা যাচ্ছে। পাহাড় ধ্বসে কেউ আহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মাটির নীচে চাপা পড়ে গেছে বেশ কয়েকটি বসতি ঘর।
বর্ষণ না থামায় আশংকা করা হচ্ছে বড় পাহাড় ধ্বসের।
বর্ষণের কারণে পাহাড়ধসসহ যেকোন ক্ষয়ক্ষতি এড়ানো লক্ষ্যে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউটস, স্কাউটস, রেড ক্রিসেন্ট, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যদের সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করাসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার কাজ করে যাচ্ছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস