• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুক স্ট্যাটাস কলেজ ছাত্রের, কর্ণফুলী নদীতে মিলল মরদেহ খাগড়াছড়িতে সংঘাতের জেরে সহিংসতা ও নাশকতা রোধে ১৪৪ ধারা জারি রুখতে হবে ষড়যন্ত্র- আলমগীর কবির গোয়ালন্দে অটোরিকশা সহ চোর চক্রের প্রধান আটক জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে সহিংস ঘটনায় নিহত ৩- আহত ৯ খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার” 

বান্দরবানের গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারের বৌদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ১৫২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৌদ্ধ বিহার বান্দরবানের গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারের বুদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা শিল, দেশনা প্রদান ও পার্থনার মাধ্যমে বিহারের বুদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের প্রধান দায়ক পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়িপার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শীল ও দেশনা প্রদানে অংশ নেন কুশুয়া মুখপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কিট্রিমা মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞা নন্দ মহাথের, ভাঙ্গামুড়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞঞানা মহাথের, ক্রাইয়্যক ছড়া আগা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সহকারী কোষাদক্ষ ভদন্ত ইন্দাচারা মহাথের, গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উইরাচারা থের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশৈ প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশৈ প্রু চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু প্রমুখ।

উল্লেখ্য বান্দরবান কেরানিরহাট সড়কের লালমোহন বাগান এলাকায় প্রতিষ্ঠিত গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারে পদ্ম ফুলের উপর দন্ডায়মান ৫৫ ফুট উচ্চতার দেশের অন্যতম বৃহৎ বুদ্ধমূর্তি রয়েছে। এটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও পর্যটকরা সেখানে ভিড় জমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ