পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৌদ্ধ বিহার বান্দরবানের গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারের বুদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা শিল, দেশনা প্রদান ও পার্থনার মাধ্যমে বিহারের বুদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের প্রধান দায়ক পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়িপার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শীল ও দেশনা প্রদানে অংশ নেন কুশুয়া মুখপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কিট্রিমা মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞা নন্দ মহাথের, ভাঙ্গামুড়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞঞানা মহাথের, ক্রাইয়্যক ছড়া আগা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সহকারী কোষাদক্ষ ভদন্ত ইন্দাচারা মহাথের, গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উইরাচারা থের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশৈ প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশৈ প্রু চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু প্রমুখ।
উল্লেখ্য বান্দরবান কেরানিরহাট সড়কের লালমোহন বাগান এলাকায় প্রতিষ্ঠিত গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারে পদ্ম ফুলের উপর দন্ডায়মান ৫৫ ফুট উচ্চতার দেশের অন্যতম বৃহৎ বুদ্ধমূর্তি রয়েছে। এটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও পর্যটকরা সেখানে ভিড় জমায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত