• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক

বান্দরবানের গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারের বৌদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ১৬৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৌদ্ধ বিহার বান্দরবানের গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারের বুদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা শিল, দেশনা প্রদান ও পার্থনার মাধ্যমে বিহারের বুদ্ধ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের প্রধান দায়ক পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়িপার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শীল ও দেশনা প্রদানে অংশ নেন কুশুয়া মুখপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কিট্রিমা মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞা নন্দ মহাথের, ভাঙ্গামুড়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞঞানা মহাথের, ক্রাইয়্যক ছড়া আগা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সহকারী কোষাদক্ষ ভদন্ত ইন্দাচারা মহাথের, গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উইরাচারা থের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশৈ প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশৈ প্রু চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু প্রমুখ।

উল্লেখ্য বান্দরবান কেরানিরহাট সড়কের লালমোহন বাগান এলাকায় প্রতিষ্ঠিত গোল্ডেন টেম্পল বৌদ্ধ বিহারে পদ্ম ফুলের উপর দন্ডায়মান ৫৫ ফুট উচ্চতার দেশের অন্যতম বৃহৎ বুদ্ধমূর্তি রয়েছে। এটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও পর্যটকরা সেখানে ভিড় জমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ