খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ২০২৩-২০২৪অর্থ বছরের খরিপ মৌসুমে উপশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০জুন)সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো:সবুজ আলী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: সাহাব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এম নূর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:জয়নাল আবেদীনসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলায় ৬৫০জন কৃষকের মাঝে আমন ৫কেজি, এমওপি সার ১০কেজি, ডিএপি সার ১০কেজি বিতরন করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস