• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার পেলেন মহেশখালীর সন্তান আশরাফ উল্লাহ খাঁন

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ২৪৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক সারাদেশের ৭৬জন মেধাবী, সৃজনশীল ও দেশাত্মবোধসম্পন্ন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ” শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার “। এতে শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার পেয়েছেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও মহেশখালী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য আশরাফ উল্লাহ খাঁন।
এর আগে গত ২৮সেপ্টেম্বর “শেখ হাসিনা এবং সমৃদ্ধ বাংলাদেশ: আমার প্রাসঙ্গিক ভাবনা “শীর্ষক রচনা লিখে হার্ডকপি ও সফট কপি কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সেলে জমা দেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ অক্টোবর ২০২২) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার তুলে দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম(শপু)এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শিক্ষাবৃত্তি ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল এবং ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সাদ্দাম হোসেন।পরে অতিথিরা মনোনিত শিক্ষার্থীদের হাতে শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক সম্মাননা তুলে দেন।এই শিক্ষাবৃত্তি ও স্মারক উপহারের মধ্যে ছিল নগদ অর্থ, সার্টিফিকেট,ব্যাগ,বঙ্গবন্ধুর লেখা ও বঙ্গবন্ধু বিষয়ক বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার লেখা বিভিন্ন বই ইত্যাদি।

এর আগে ২৭ সেপ্টেম্বর ২০২২ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশ থেকে বাছাইকৃত ৭৬জন মেধাবী, সৃজনশীল ও দেশাত্মবোধসম্পন্ন শিক্ষার্থীকে ” শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার দেয়া হবে।

শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার প্রদানের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম(শপু)বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ কর্তৃক সারাদেশে ৭৬জন মেধাবী শিক্ষার্থীকে শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। মেধাবী সৃজনশীল ও দেশাত্মবোধসম্পন্ন শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে সবার কাছ ২৮সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে ” শেখ হাসিনা এবং সমৃদ্ধ বাংলাদেশ আমার প্রাসঙ্গিক ভাবনা” শীর্ষক রচনা লিখে এর সফট কপি ও হার্ডকপি ছাত্রবৃত্তিবিষয়ক সেলের নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আমাদের হাতে আসা রচনাগুলো আলোচনা পর্যালোচনা করে সারাদেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬জন মেধাবী,সৃজনশীল ও দেশাত্মবোধসম্পন্ন শিক্ষার্থীকে শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ও স্মারক উপহার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। দেশের মেধাবী শিক্ষার্থীদের কল্যাণার্থে সময়ে সময়ে বৃত্তি প্রদানের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম শপু।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ