বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় খেদাছড়া ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

স্টাফ রির্পোটারঃ
  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫৩ জন পড়েছেন

খাগড়াছড়ির খেদাছড়া ব্যাটালিয়ন সদরে গুইমারা সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন এ টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (২৬ অক্টোবর) বিকালের দিকে ৪০, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র খেদাছড়া ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।

সমাপনী অনুষ্ঠানে ৪০ বিজিবির অধিনায়াক লে. কর্ণেল মো. সোহেল আহমেদ, যানিনীপাড়া ২৩, বিজিবির অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম, গুইমারা বিজিবির হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাফিস ইসলাম ও সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণকালে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক বলেন, খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করেনা, মনেও উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আধিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন, যুদ্ধ বয়ে আনে ধ্বংসলীলা আর খেলাধুলা বয়ে আনে অনাবিল শান্তি। কোন প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশ নেয়াই বড় কথা।

প্রতিদ্বন্ধিতাপুর্ণ টূর্নামেন্টের ফাইনাল খেলায় ৮, বর্ডার গার্ড ব্যাটালিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন। টূর্নামেন্টে ৪০, বিজিবি ব্যাটালিয়নের সদস্য সিপাহী আকাশ বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ও নায়েক মো. সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীন খেলায়াড় নির্বাচিত হয়েছেন।

এর আগে গেল ২৩ অক্টোবর ৪টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।
এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com