• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় খেদাছড়া ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

স্টাফ রির্পোটারঃ / ৩৫০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

খাগড়াছড়ির খেদাছড়া ব্যাটালিয়ন সদরে গুইমারা সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন এ টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (২৬ অক্টোবর) বিকালের দিকে ৪০, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র খেদাছড়া ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।

সমাপনী অনুষ্ঠানে ৪০ বিজিবির অধিনায়াক লে. কর্ণেল মো. সোহেল আহমেদ, যানিনীপাড়া ২৩, বিজিবির অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম, গুইমারা বিজিবির হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাফিস ইসলাম ও সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণকালে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক বলেন, খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করেনা, মনেও উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আধিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন, যুদ্ধ বয়ে আনে ধ্বংসলীলা আর খেলাধুলা বয়ে আনে অনাবিল শান্তি। কোন প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশ নেয়াই বড় কথা।

প্রতিদ্বন্ধিতাপুর্ণ টূর্নামেন্টের ফাইনাল খেলায় ৮, বর্ডার গার্ড ব্যাটালিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন। টূর্নামেন্টে ৪০, বিজিবি ব্যাটালিয়নের সদস্য সিপাহী আকাশ বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ও নায়েক মো. সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীন খেলায়াড় নির্বাচিত হয়েছেন।

এর আগে গেল ২৩ অক্টোবর ৪টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ