• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

রামগড়ে স্ত্রী-শ্বশুরের ওপর অভিমান, নিজের ঘরে আগুন দিলেন জামাই

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি; / ৩৩৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজের ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের পূর্ববলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাড়ির মালিকের নাম মো. মিজান (৩২)। সে ওই এলাকার মৃত আবদুল মান্নান চকিদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর পূর্বে শ্বশুর বাড়ির সাথে পারিবারিক কলহকে কেন্দ্র করে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সাথে তার বাবার বাড়িতে যাতায়াতসহ যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেন স্বামী মোঃ মিজান। গত শনিবার শ্বশুর নোয়াখালী থেকে মেয়ে ও নাতী-নাতনীদের দেখতে জামাতার বাড়িতে আসলে নিজ ঘরে শ্বশুরকে দেখে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা স্ত্রী ও তিন সন্তানকে বের করে ঘরে আগুন ধরিয়ে দেন মিজান।

ইউপি সদস্য মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তবে ফায়ার সার্ভিস আসার আগেই মাটির তৈরি টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় অন্ততঃ ৪লক্ষাধিক সমমূল্য সম্পত্তি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। বাড়ির মালিক মিজান এখনো পলাতক রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ