• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

উপজাতি সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কতৃক নিরিহ চাষীদেরকে নির্যাতন ও পাহাড়ে চাষাবাদ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিসিএনপি

খাগড়াছড়ি প্রতিনিধি / ৭১৭ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১

খাগড়াছড়ি জেলার তাইন্দং-তবলছড়িতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কতৃক নিরিহ বাঙালি চাষীদের উপর অমানবিক নির্যাতন ও পাহাড়ে চাষাবাদ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ে অধিকার আদায়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,

১৯ মার্চ বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ লোকমান হোসাইনের সঞ্চালনায় ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার মাটিরাংগা থানাধীন তবলছড়ির পানছড়ি চৌমুহনী এলাকায় রাস্তায় এই সমাবেশ করা হয়,এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, এই সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন আর কোন বাংগালীদের গায়ে হাত উঠানো হলে আর প্রতিবাদ হবেনা, এখন থেকে প্রতিহত করা হবে,
দীর্ঘদিন থেকে এই এলাকায় সন্ত্রাসীদের হাতে বাংগালীরা অত্যাচারী হলেও প্রশাসনিক কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।
দীর্ঘদিন থেকে অভিযোগ শুনা যাচ্ছিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফের কর্মীদের কর্তৃক বাঙ্গালীদের নির্যাতন পাহাড়ে চাষাবাদ নিষেধ ও অমানবিক অত্যাচার এর খবর পাওয়া যাচ্ছিলো,

বিভিন্ন সময় পাহাড়ে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি কোদাল,দা সহ বিভিন্ন সামগ্রী,মোবাইল নিয়ে যাচ্ছিল ইউপিডিএফ, অনেক নিরিহ চাষিদেরকে বন্ধকের নল দিয়েও আঘাত করেছে,পাহাড়ে যেন না যায় সেজন্য পাহাড়ের মাটি খেতেও বাধ্য করেছে অনেক চাষীদেরকে,গত ১৮ মার্চ দুপুরে ১১ জন বাঙালি চাষিদেরকে নিজ জমি থেকে অস্রের মুখে জিম্মির ৩ ঘন্টা পরে মুক্তি দিলেও অমানবিক নির্যাতন মারধর করা হয় তাদেরকে, পাহাড়ে চাষাবাদের নিষেধাজ্ঞা দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ।
ভুক্তভোগী সবাই এর থেকে মুক্তির জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে তারা জানায়।
এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম,
সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,জেলা সহ সভাপতি রেজাউল করিম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও
সাবেক কাউন্সিলর এস এম মাসুম রানা,জিয়ারুল,বাশারসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ