• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাসনে অন্যের জমি মালিকানা দাবী করে ঘর নির্মাণ

চরফ্যাসন প্রতিনিধি: / ২০২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ৩০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে নূর আলম (৩৫) গংদের বিরুদ্ধে।

শনিবার (৪ জুন) ভোর রাতে জবর দখল করে জমিতে ঘর নির্মাণ করেন নূর আলম গংরা। অভিযুক্ত নূর আলম গংদের বাড়ি দক্ষিণ আইচা থানার চরমানিকা ৮ নম্বর ওয়ার্ডের জজ বাবুলের ছেলে। অভিযোগে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.বশার (৩৩), জানান, আমার পিতা মৃত মিন্টু হাওলাদার ৩০ বছর আগে মো. মতলব বেপারী’র কাছ থেকে ৭০.৫০ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ৩০ বছর ধরে গাছ রোপণসহ সৃজন করে আসছি। যার দাগ নং ৩৫৭, খতিয়ান নং ৬৪২১, বর্তমান ৬৩২৮ , জেএল নং ১০১,চর আইচা মৌজা। কিন্তু হটাৎ করে নূর আলম গংরা আমাদের জমিতে গত (৪ জুন) ভোর রাতে আমি বাড়িতে না থাকায় জোরপূর্বক ঘর তৈরি করেন। জমিতে ঘর নির্মাণ কথা শুনে আমি বাড়িতে এসে নূর আলম গংদের বাধা দিলে তারা আমার সপরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তারা টাকার জোরে সবাইকে ম্যানেজ করে আমার জমি দখল করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। জমির পাশের প্রতিবেশী সফিউল্লাহ মৌলভী বলেন, এই জমিটি দীর্ঘ কয়েক বছর যাবৎ মো.বশার ভোগদখল করে আসছেন। কিন্তু (গত ৪ জুন) সকালে ঘুম থেকে উঠে দেখি ওই জমিটিতে ঘর নির্মাণ করা। সরেজমিনে গিয়ে অভিযুক্ত নূর আলমের সঙ্গে আলাপ কালে তিনি থানা পুলিশের উপস্থিতিতে বলেন, আমরা একই জমির মালিক মতলব বেপারী’র কাছ থেকে ৩৪ শতাংশ জমি ক্রয় করে আমাদের জায়গায় আমরা ঘর নির্মাণ করেছি তাতে সমস্যা কি। এর বাইরে তিনি কোনো কথা বলে নাই। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, রাতে ঘর নির্মাণ করে অন্যায় করেছে নূর আলম। অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ