• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই- বীর বাহাদুর

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ১৮০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

বান্দরবানের সেনা রিজিয়নে আয়োজনে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবান সদর জোনের মাঠে ফাইনাল টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এদিকে ফাইনাল খেলায় জেলা পুলিশের টিমের মুখোমুখি হয় প্রাথমিক শিক্ষা বিভাগ। খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান করেন পুলিশের টিম। পরে বিপক্ষে দল জেলা প্রাথমিক বিভাগকে ২০১ রানের টার্গেট জুটি বেধে দেন দলটি।

পরবর্তিতে বিপক্ষ দলকে জবাব দিতে ব্যাটিংয়ে নামেন জেলা প্রাথমিক বিভাগ দল। খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও খেলার শেষের দিকে উইকেট টেনে নেন বিপক্ষ দল পুলিশের টিম। তিন ওভারের তিনটি উইকেট নিয়ে দলকে উৎসাহ বাড়িয়ে তুলেন জেলা পুলিশের অধিনায়ক রায়হান কাজেমী।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও শেষ মুহুর্তের এসে রান দেখা মেলেনি দলটি। ফলে ১৯ ওভারের আউট হয়ে যান প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন। এরপরই রান না পেয়ে একের পর এক উইকেট হারান দলটি। সবশেষে ৯ উইকেটে ১৯ ওভারের ৬ রানের জন্য পুলিশ দলের কাছে হেরে যান জেলা প্রাথমিক বিভাগ।

খেলার শেষে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জেলা পুলিশের টিম। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন ও জেলা পুলিশের দলের ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে আলী হাসান নির্বাচিত হন। পরে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার ও নগদ অর্থ ২৫ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

বক্তব্যে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শরীর সুস্থ ও ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই। রিজিয়নের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের ক্রীড়ায় সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এসময় ৬৯ পদাতিক সেনারিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ , সেনাজোনের কমান্ডার লে কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, পৌরসভা মেয়র শামসুল ইসলাম, জেলা জজ আদালতে বিচারক ফজলে এলাহী, উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু বীন মো.ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধায়নে এবারের টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ