• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক মনাটেক যাদুগানালা মৎস চাষ সমবায় সমিতির আমন্ত্রণে পার্বত্য উপদেষ্টার আগমন মহালছড়িতে লামায় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই- বীর বাহাদুর

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ২০৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

বান্দরবানের সেনা রিজিয়নে আয়োজনে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবান সদর জোনের মাঠে ফাইনাল টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এদিকে ফাইনাল খেলায় জেলা পুলিশের টিমের মুখোমুখি হয় প্রাথমিক শিক্ষা বিভাগ। খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান করেন পুলিশের টিম। পরে বিপক্ষে দল জেলা প্রাথমিক বিভাগকে ২০১ রানের টার্গেট জুটি বেধে দেন দলটি।

পরবর্তিতে বিপক্ষ দলকে জবাব দিতে ব্যাটিংয়ে নামেন জেলা প্রাথমিক বিভাগ দল। খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও খেলার শেষের দিকে উইকেট টেনে নেন বিপক্ষ দল পুলিশের টিম। তিন ওভারের তিনটি উইকেট নিয়ে দলকে উৎসাহ বাড়িয়ে তুলেন জেলা পুলিশের অধিনায়ক রায়হান কাজেমী।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও শেষ মুহুর্তের এসে রান দেখা মেলেনি দলটি। ফলে ১৯ ওভারের আউট হয়ে যান প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন। এরপরই রান না পেয়ে একের পর এক উইকেট হারান দলটি। সবশেষে ৯ উইকেটে ১৯ ওভারের ৬ রানের জন্য পুলিশ দলের কাছে হেরে যান জেলা প্রাথমিক বিভাগ।

খেলার শেষে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জেলা পুলিশের টিম। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন ও জেলা পুলিশের দলের ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে আলী হাসান নির্বাচিত হন। পরে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার ও নগদ অর্থ ২৫ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

বক্তব্যে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শরীর সুস্থ ও ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই। রিজিয়নের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের ক্রীড়ায় সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এসময় ৬৯ পদাতিক সেনারিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ , সেনাজোনের কমান্ডার লে কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, পৌরসভা মেয়র শামসুল ইসলাম, জেলা জজ আদালতে বিচারক ফজলে এলাহী, উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু বীন মো.ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধায়নে এবারের টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ