• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গার ব্যাঙমারায় জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব, মঙ্গলবার বিসর্জন

স্টাফ রিপোর্টার / ১৮৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার পাহাড়ী জনপদ ব্যাঙমারায় জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব। প্রথমবারের মতো আয়োজন করা শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পূজা মন্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

মহানবমীর দিন সোমবার সন্ধ্যায় পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং খোজ খবর নেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. ছালেহ, ট্রাফিক ইনস্পেক্টর মো. জয়নাল আবেদীন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপসহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ।

সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। মহা নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা। মন্ডপে দুর্গাদেবীর মহীস্বাশুর বদ করার কাহিনী তুলে ধরেন পুরোহিত।

দিনভর পুজা-অর্চনার পাশাপাশি রাতে ব্যাঙমারা পুজা মন্ডপে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আইন শৃংখলা বাহিনী বিশেষ করে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের কড়া নজরদারীর মধ্য দিয়ে অনুষ্ঠিত পূজা মন্ডপ গুলোতে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।

ব্যাঙমারা পুজা মন্ডপ পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. ছালেহ বলেন, বাংলাদেশের মানুষ আবহমানকাল থেকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। তাই উৎসব গুলোতে সকল ধর্মের লোকজনের উপস্থিতি সার্বজনীন হয়ে ওঠে।

ত্রিপুরা জনগোষ্ঠি অধ্যুষিত মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে প্রথমবারের মতো ব্যাঙমারায় আয়োজিত এ দুর্গোৎসব সকলে মনে রাখবে বলে মন্তব্য করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এই আবেগ ও আনন্দঘন পর্ব শারদীয় দুর্গোৎসবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ