• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে গৃহবধূকে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সুন্নীয়াতের প্রত‍্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী হয়েছেন মীর মো. আবু বাকার চরনিশিবয়ড়া কবরস্থানে জামায়াতের অনুদান প্রদান কুমিল্লা-৯ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী হলেন সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সোনাইপুল বাজার উন্নয়নে মেয়র রফিকুল আলমের আর্থিক অনুদান প্রদান কলাবতী শাড়ি আগামীতে রপ্তানি হবে – শাহ্ মোজাহিদ মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে  বিশ্ব মৃত্তিকা দিবস  উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠি রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বঙ্গোপসাগরে ফের সাগরে জলদস্যুদের হানা, ১৬ জেলে আহত

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ১৭৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বঙ্গোপসাগরে ফের জলদস্যুদের তাণ্ডব শুরু হয়েছে। সাগরের গুলিরদ্বার পয়েন্টে মহেশখালীর কুতু্বজোম ইউনিয়নের এফবি নওসেদ নামের একটি ফিশিং ট্রলারে লুটপাটের পাশাপাশি ১৬ জেলে আহত হয়েছেন।
জলদস্যুরা ট্রলারে থাকা মাছসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। দস্যুতার কবলে পড়া ৪৫ অর্শ্বশক্তির ফিশিং ট্রলারটি এক দিন এক রাত সাগরে ভাসতে ভাসতে অন্য একটি ফিশিং ট্রলারের সহায়তায় ৮ মার্চ বিকালে গোরকঘাটা জেটিঘাটে ফিরে এসেছে। আহত জেলেদের বিকেলে মহেশখালীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত জেলেরা হলেন- ট্রলারের, মাঝি গোলাম বারী’সহ ১৫ জন। এদের বাড়ি মহেশখালর কুতুবজোমের বিভিন্ন এলাকায় বলে ট্রলার মালিক গোলাম বারী জানিয়েছেন।
দস্যুতার শিকার এফবি নওসেদ ফিশিং ট্রলারের মাঝি গোলাম বারী জানান, তারা গত ৫ মার্চ ১৬ জন জেলেসহ মহেশখালী থেকে ফিশিং ট্রলারযোগে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। মাছ ধরতে ধরতে একপর্যায় তারা বঙ্গোপসাগরের গভীরে চলে যান। ৭ মার্চ রাত ১০টার দিকে তারা বঙ্গোপসাগরের গভীর জাহাজখাড়ি এলাকায় জাল ফেলে মাছ শিকার। এ সময় ২০-২৫ জনের একদল জলদস্যু ট্রলারে হানা দেয়। দস্যুরা ট্রলারে উঠেই জেলেদের মারধর শুরু করে। একপর্যায় দস্যুরা ট্রলারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ শত পিছ ইলিশ মাছ, ৩৮ পিস জাল, ৮টি মোবাইল ও ট্রলারে থাকা বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গোলাম বারী মাঝি গণমাধ্যমকে আরো জানায় ৪০ বছর জেলে পেশায় সে কখনো আর জলদস্যুতার শিকার হয়নি। তারা জলদস্যুমুক্ত করতে আইনশৃংখলা বাহিনী, নৌ বাহিনী, কোস্টগার্ডের প্রতি সহায়তা কামনা করছে।
মহেশখালী উপজেলার ফিশিং ট্রলারে মালিক ও জেলেরা মনে করেন, পশ্চিম বঙ্গোপসাগর ও সুন্দবন অঞ্চলের দস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় এখানের জেলেরা নিরাপদে মাছ ধরছেন। তবে, পূর্ব বঙ্গোপসাগরে এখনো বাঁশখালীর জলদস্যুরা সক্রিয় রয়েছে। মহেশখালীর ট্রলারটি পূর্ব বঙ্গোপসাগরের গভীরে ঢুকে জলদস্যুদের কবলে পড়ে সবকিছু হারিয়েছেন।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ