মহেশখালী থানা পুলিশ এর অভিযানে ৮শত লিটার দেশীয় তৈরী চোলাই মদ’সহ দুই জনকে আটক করা হয়েছে। সেই সাথে মদ পাচারে ব্যবহ্রত সিএনজি জব্দ করেছে পুলিশ।
আটককৃত সিএনজি চালক নেজাম উদ্দিন (৪০) মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন এর মনু মিয়া পাড়া গ্রামের মৃত গোলামবারী ছেলে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
ওসি প্রণব চৌধুরী এর সার্বিক দিক-নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে
থানার এসআই আবু বক্কর, এএসআই জসিম উদ্দিন, এ এস আই জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স’সহ মঙ্গলবার (৯ ই আগষ্ট) রাত সাড়ে ১২ টায় বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামস্থ ফকিরা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের চকরিয়া এলাকা হতে কাপ্তাইয়ের ওয়াগ্গা হতে বদরখালী সিএনজি (কক্সবাজার থ ১১-২৪৯৪) যোগে দেশীয় তৈরী ৮শত লিটার চোলাই মদ পাচারকালে মোজাম্মেল হক ও নেজাম উদ্দীন’কে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বড় মহেশখালী ইউনিয়নের দেরেঙ্গাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ছেলে মোজাম্মেল (৪০), একিই ইউনিয়নের মনুমিয়া সিকদারপাড়া গ্রামের মৃত গোলামবারী ছেলে নেজাম উদ্দিন (৪০)। মোজাম্মেল সিএনজি মালিক এবং নেজান উদ্দিন সিএনজি চালক।
পুলিশ জানান, আসামীর বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এম/এস