• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৭তম বর্ষপর্তি উদযাপন কাতারে গণিত প্রতিযোগিতায় লামার কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য গোয়ালন্দে জেলের জালে ৫২ কেজি ওজনের বাগাড় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের এক রূপময় ভূ-খণ্ড পার্বত্য চট্টগ্রাম–ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান মহালছড়ি সেনা জোন কতৃক ফ্রি চিকিৎসা সেবা,বিনামূল্যে ঔষধ ও শীত বস্ত বিতরণ কর্মসূচি সম্পন্ন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন, গণসমাবেশ ও র‍্যালী করলো পার্বত চট্টগ্রাম চুক্তির এক পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন আসামী গ্রেফতার কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম 

জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি  / ৮৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি 

দীর্ঘ ১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ নেতাকর্মীদের উপচে পড়া ভীড়। ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

বুধবার বিকেল ৫টায় উপজেলা অডিটরিয়াম মাঠে উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম.এন. আবছার, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ, ছাত্রদল সভাপতি শাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান প্রমূখ।

উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক এনামের স্বাগত বক্তব্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অবৈধ নির্বাচন ও আওয়ামীলীগের দুঃশাসনে দেশে বিএনপিসহ বিরোধী দলের ওপর নির্মম অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা,গুমখুনের কারণে দীর্ঘ সময় ঘর-বাড়ি, সংসার ছেড়ে মানবেতর জীবনযাপন করা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, ফ্যাসিবাদ, গণহত্যাকারী আওয়ামীলীগ মনে করেছিল শহীদ জিয়ার আর্দশে গড়া বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করতে (আওয়ামীলীগ) বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা ও সাজানো মামলায় মনগড়া সাজা দেওয়াসহ সারাদেশে বিএনপি’র লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হামলা গুমখুনে এদেশ থেকে বিএনপি চিরতরে মুছে যাবে! সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ির প্রতিটি জনপদেও ওই আওয়ামীলীগের দোসর ও গুণ্ডারা বর্বরতা, নির্মমতা, গুমখুন চালিয়ে বিএনপি পরিবারকে নিশ্চিহ্নের চেষ্টা করেছে। আমাকে গত ১৮বছর এই উপজেলায় আসতে দেয়নি খাগড়াছড়ির দানব কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ এখানকার অত্যাচারী ও অবৈধ সম্পদ অর্জনকারী জয়নাল, মাঈনগংরা! এত নির্মমতার পরও দীর্ঘ দেড় যুগ পর আজকের সম্প্রীতি সমাবেশে গণজোয়ার প্রমাণ করে এখানকার পাহাড়ি,বাঙালির ভরসা জায়গা হলো বিএনপি পরিবার। আমি আজকের দিনে এসব ত্যাগী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, জনগণের মন জয় ও কল্যাণে কাজ করতে হবে, জনগণের জন্যই বিএনপি’র রাজনীতি করে। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। আপনারা সবাই পাহাড়ি, বাঙালি এক কাতারে মিলেমিশে সম্প্রীতির দৃঢ় বন্ধন আরও সুদৃঢ় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বিএনপি সরকার গঠন করলে আগামীতে আপনাদের ভাগ্যোন্নয়নে কাজ করবে। অর্ন্তবতীকালীন সরকারের উদ্দেশ্যে ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, আপনারা সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। জনগণ বিএনপিকে সরকারে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ