ভারতে ক্ষমতাসীন দল বিজেপি’র মূখপাত্র নুপুর শর্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দীকা (রাঃ) সম্পর্কে অসৌজন্যমূলক মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
১৩ জুন (সোমবার) সকাল ৯টায় দীঘিনালা উপজেলার কলেজ গেইট সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে উপজেলার ইমাম ওলামা ও সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে মানববন্ধন ও নিন্দা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অনেকেই। এতে অংশগ্রহণ করে উপজেলার হাজার হাজার মুসলমান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দীকা (রাঃ) সম্পর্কে অসৌজন্যমূলক মন্তব্যে বাংলাদেশ সরকারকে রাষ্টীয়ভাবে নিন্দা প্রস্তাব আনতে হবে। মুসলমান কখনো কোন ধর্ম নিয়ে কটুক্তি করে না, ইসলাম একমাত্র শান্তির ধর্ম। এছাড়াও বক্তারা সকল মুসলমানদের ভারতীয় সকল পন্য বর্জন করা আহবান জানান।
এম/এস