রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার (১৫মে) বিকেল ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক নৃত্য শিল্পীর অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ” নুপুর নিক্কণ ” অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় এইসময় সৃজনশীল, লোক, আধুনিক, ফিউশন, আধুনিক এবং ভরত নাট্যম পরিবেশনায় মুগ্ধ হন আগত হলভর্তি দর্শক।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লেঃ কমান্ডার রাকিবুল হাসান সরকার, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম , চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল ও শিল্পী আবদুর রহিম, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফারুক তাহের, নাট্যনির্দেশক ও প্রশিক্ষক জোবায়দুর রশিদ, চারুশিল্পী প্রদ্যুৎ মজুমদার, সনজিত রায়, সংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী জলি চৌধুরী, তবলাশিল্পী সুদেব দাশ, সুরজিত সেন, চট্টগ্রাম শিল্পকলার অফিস ব্যবস্থাপক মোহাম্মদ নাসির।
স্বাগত বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নৃত্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জয়সীম বড়ুয়া। এইসময় নৃত্য উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লাকি তনচংগ্যা, সদস্য সচিব নুর বেগম মিতা, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, সদস্য বাবলু বিশ্বাস অমিত সহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।
এম/এস