নিজেদের বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে গম রফতানি বন্ধ করেছে ভারত। শুক্রবার (১৩ মে) রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। খবর: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
তবে আগে করা রফতানি চুক্তিগুলো বহাল থাকবে বলে জানিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর। অর্থাৎ শুক্রবার বা তার আগে যেসব দেশের সঙ্গে চুক্তি হয়েছে সেগুলো বহাল থাকবে।
রাশিয়া ও ইউক্রেন বিশ্বের মোট গম রফতানির ২৯ শতাংশ সরবরাহ করে। গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে রীতিমতো আগুন লেগেছে। হু হু করে বেড়েছে গমের দামও।
যুদ্ধের কারণে ইউক্রেনের রফতানি বন্ধ আর রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি বিশ্বব্যাপী ভারতীয় গমের চাহিদা বেড়েছে। ভারতের গম রফতানিকারকরা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের বিকল্প হিসেবে অনেক ক্রেতা তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
কিন্তু স্থানীয় বাজারে গমের দাম ক্রমাগত বাড়তে থাকায় শেষপর্যন্ত রফতানি নিষিদ্ধ করলো ভারত সরকার। তাদের এ সিদ্ধান্তে ক্রেতা দেশগুলো আরও বড় সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এম/এস