• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

রামগড়ে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৭৭টি পরিবার

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৮৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

মুজিববর্ষ উপলক্ষ্যে ২৬ এপ্রিল ২০২২ তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৪ এপ্রিল) রবিবার বিকেল ৪ ঘটিকায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার,তথ‍্য অফিসার বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না,প্রধানমন্ত্রীর এই নিদর্শনা বাস্তবায়নে দেশের সকল ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।ঈদ উপলক্ষ্যে অসহায়, দরিদ্র জনগণকে ঈদ উপহার হিসেবে সাধারণত বস্র,খাদ‍্য,সামগ্রী প্রদানের রেওয়াজ থাকলেও এবার মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি অসহায়,গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে ঈদ উপহার হিসেবে ঈদের পূর্বেই আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখে ২শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা গৃহ উপহার দিবেন, ইউএনও আরো বলেন আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ৩য় পর্যায়ের ১ম ধাপে নির্মিত ৬৪,৪০৪টি,গৃহের মধ্যে আগামী ২৬এপ্রিল প্রধানমন্ত্রী ৩২৯০৪টি গৃহের শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন।এ পর্যায়ে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ১৫০টি গৃহের মধ্যে আগামী ২৬ এপ্রিল ৭৭টি গৃহ প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন।এর মধ্যে ২০টি গৃহের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে।বাকি ৫৭টি গৃহের নির্মাণকাজ চলমান রয়েছে। যাহার নির্মাণকাজ ৫০ ভাগেরও বেশি সম্পূর্ণ হয়েছে।৭৭টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি ১নং ইউপিতে ৩২টি এবং ২নং ইউপিতে ২২টি,প্রতিটি ঘরের নির্মাণে ব‍্যায় ২৫৯,৫০০ টাকা,হলেও এর সাথে ২শতক জমি প্রদান করা হচ্ছে,যার আনুমানিক গড় মুল‍্য ৫লক্ষ‍্য টাকা,প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই ব‍‍্যতিক্রমী উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধান মন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন,প্রকল্পটিতে গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থান ই নয়,সুপের পানি,বিদুৎ ও স‍্যানিটেশন সুবিধাও দিয়েছেন।

এসময় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ‍্যামল রুদ্র,ও রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন সহ সকল স্থানীয় সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ