![](https://parbattakantho.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার ১৫ই এপ্রিল সকাল সাড়ে ১০টার সময় কালারমারছড়াস্থ ফকিরজুম পাড়ার মনু মিয়া ও আজগর আলীকে পূর্ব শত্রুার জের ধরে ধানে বিষ ছিটানোর বড় সিরিঞ্জে (পিছকি) তে এসিড ভর্তি করে হত্যার উদ্দেশ্যে এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষের হাকিম আলী (৬৫), ওসমান গণি (৩৫) এবং মোঃ রাসেলসহ তাদের দলীয় লোকজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর ও চমেক হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশখালী থানার পুলিশ পৌঁছে সাড়াশী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পিতা পুত্র’সহ ৩জন কে আটক করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই জানান ঘটনার বিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ৩জন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।