পাহাড়ের বর্ষ বিদায় ও বরণ উৎসব বৈসাবী, প্রাণেন এ উৎসবকে ঘিরে প্রতিবছর পাহাড়জুড়ে সপ্তাহ ব্যাপী চলে বৈসাবীর আমেজ। এ উৎসবকে মারমা ভাষায় সাংগ্রাইন, ত্রিপুরাদের ভাষায় বৈষু আর চাকমা ভাষায় বিঝু বলা হয়। সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলা সিন্দুকছড়ি সাংগ্রাইং উৎযাপন কমিটির উদ্যোগে এক বর্ণঢ্য র্যালী বের করা হয়। সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমার নেতৃত্বে র্যালীটি সিন্দুকছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে তুলে ধরা হয় উপজাতীয়দের ঐতিহ্য। র্যালীতে অতিথিদের মধ্যে সিন্দুকছড়ি জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সারোয়ার জাহান, জোনের এডজুডেন্ট ক্যাপ্টেন আশিকুর রহমান’সহ হাজারও উপজাতীয় তরুন-তরুনীরা অংশ গ্রহন করেন। আগামীকাল বছরের শেষ দিন, এ দিনে অথিতি আপ্যায়ন করে পুরাতন বছরকে বিদায় দেবে পাহাড়ের বরবাসরত উপজাতিরা।