কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা পৌরসভারস্থ মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জান চৌধুরী শিক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্ননসহ পবিত্র রমজান মাসে সরকারে নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তা খোঁজ খবর নিতে বিদ্যালয় পরিদর্শন আসছেন।
শনিবার ০৯ এপ্রিল সকালে মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষা কার্যক্রমের নানান দিক নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এসময় তিনি শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম তদারকি এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের সাথে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জান চৌধুরী বন্ধুসুলভ আচরণে দারুণ খুশির কথা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন…উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ ইলিয়াস, মহেশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা ভব রঞ্জন দাস, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, সহকারী রমিজ আহমদ, তৌহিদা আক্তার, হামিদা আক্তার, মোহাম্মদ কাইছার। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে সম্মানিত শিক্ষকদের আন্তরিক প্রয়াসের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জান চৌধুরী তাদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য-জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জান চৌধুরী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ ইলিয়াস ও মহেশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা ভব রঞ্জন দাস’কে মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আগমনে শিক্ষকদের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়।