ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ আওয়ামীলীগ লাউর ফতেহপুর ইউনিয়ন শাখা’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মোকাদ্দুছ।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মো.আওলাদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মাহবুবুল আলম,সাংগঠনিক সম্পাদকএই পথম ধান কাটা ও লওয়া
শেখ সামছুদ্দোহা,প্যানেল চেয়ারম্যান আবু নছর মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আক্কাছ আলি, প্রচার সম্পাদক মো.শাহ আলম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী জুয়েল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিকিরিয়া সহ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা আগামী দিনে ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের কমিটি গঠনের খেত্রে প্রকৃত আওয়ামীলীগ নেতাকর্মীদের দিয়ে যেন কমিটি হয় সেই ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
বর্ধিত সভা শেষে ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকশতাধীক নেতাকর্মী এক সাথে ইফতার মাহফিলে হয়ে ইফতার করেন।লাউর ফতেহপুর আওয়ামীলীগের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।