• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

ধুমনিঘাটে বারুনী স্নান উপলক্ষে নামকীর্তন ও বিশুদ্ধ পানি সরবরাহে সেনাবাহিনী

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি:(মহালছড়ি) / ৫০৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২

মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধুমনিঘাটের ত্রিপুরা পাড়ায় প্রতি বছরের ন্যায় সনাতনী ত্রিপুরা জনগোষ্ঠী কর্তৃক আয়োজিত মহাবারুণী তীর্থ ও গঙ্গা স্নান উৎসব উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের এলাকায় আজ ব্যাপক পূর্ণ্যার্থীদের অংশগ্রহণে নামকীর্তন চলছে।

গতকাল ২৯মার্চ মন্দিরের উৎসব উদযাপন পরিষদকে ৭০০লিটারের বিশুদ্ধ পানি সরবরাহের বিশেষ ওয়াটার টেইলর হস্তান্তর করা হয়।

উক্ত এলাকায় বিদ্যুৎ ও নিরাপদ পানি না থাকায় মহালছড়ি জোন কর্তৃক কারবারি এবং পুরোহিত ৭০০ লিটার বিশুদ্ধ পানির জন্য মহালছড়ি জোন বরাবর আবেদনের প্রেক্ষিতে মহালছড়ি জোন কর্তৃক প্রেরিত ওয়াটার টেইলর উদযাপন পরিষদের সভাপতি নকুল চন্দ্র ত্রিপুরা, মন্দিরের পুরোহিত রায়দাস ত্রিপুরা এবং কারবারি কর্মচান ত্রিপুরা কে পানির বুঝিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত যে, এলাকায় বেশিরভাগ সনাতনী ত্রিপুরা জনগোষ্ঠীর ও বিভিন্ন এলাকা থেকে এই মন্দিরে উৎসবের সময় দর্শনার্থীদের মাঝে এই জোন কর্তৃক পানি সেবা ২৯মার্চ হতে ৩১ শে মার্চ পর্যন্ত বারুণী স্নান উপলক্ষে নামকীর্তন চলমান থাকবে।

তবে এই বিষয়ে উদযাপন পরিষদের সভাপতি নকুল চন্দ্র ত্রিপুরা বলেন, প্রতিবছর এমন বারুণী স্নান উপলক্ষে মহালছড়ি জোন থেকে জল সরবরাহ করে থাকেন,এবারও সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাড়িঁয়েছেন। তাই বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন কর্তৃপক্ষকে এলাকাবাসীর পক্ষ হতে সনাতনীয় নারায়ণের নামে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য যে, হিমালয় কন্যা গঙ্গার অপরনাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরুপ। বাঙলা সনের প্রতি চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে কোন বছর যদি ঐদিনটি শনিবার হয় তবে ঐ বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুণী স্নান রুপ লাভ করে। এই স্নান টি বস্তুত্ব হিন্দু ধর্মীয় একটি অন্যতম পূন্য স্নান উৎসব হিসেবে বিবেচিত।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ