ভুল রক্তের গ্রুপের কারণে ভুল রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত এক শিশু ও এক মায়ের স্বজনদের আহাজারি থামতে না থামতেই আবার সেই একই টেকনিশিয়ান মোঃ রাকিবুল ইসলাম, গ্রাম: ছয়চারকে পুনরায় ওই একই প্রাইভেট ক্লিনিক গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় সিভিল সার্জন কর্তৃক আটক করা হয়েছে। এই ভুয়া টেকনিশিয়ানের “ল্যাব টেকনিশিয়ান” বিষয়ক কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ নেই, এবং সে দীর্ঘদিন ধরে এই ক্লিনিকে ভুল পরীক্ষা ও রিপোর্ট প্রদান করে যাচ্ছিল। আজ ২২ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান কথিত ল্যাব টেকনিশিয়ান মোঃ রকিবুল ইসলামকে হাতেনাতে আটক করেন ও ডায়াগনোস্টিক সেন্টারটি সাময়িক বন্ধ ঘোষণা করেন। অনুসন্ধানে দেখা যায় এই ক্লিনিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি পুনরায় খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন নামিদামি ব্যক্তিবর্গকে হাত করার চেষ্টা করছেন । উল্লেখ্য মাগুরাতে বিভিন্ন সময়ে এরকম লোক দেখানো অভিযান চলে, কিন্তু অদৃশ্য হাতের ইশারায় বন্ধ ক্লিনিক আবার চালু হয়ে যায়।
এম/এস