চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পায়তারা ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে মো.জালাল আহামেদ তালুকদার (৭০) জানান, উপজেলার দক্ষিণ আইচা মৌজার জেএল নং ১০২ এবং ডিয়ারা- ৭৭ ও এস এ ৮ নং খতিয়ানে ৬৮ শতাংশ জমি মো.ছত্তর হাওলাদার গংদের কাছ থেকে ১৯৮০ সালে ক্রয় করে ৪২ বছর যাবৎ নিয়মিত কর-খাজনা পরিশোধ করে ভোগদখল করে বসবাস করে আসছি। হটাৎ করে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আমার ছোট ভাই মনিরুজ্জামান তালুকদার (৩৫) বাব দাদার সম্পত্তি দাবি করে ডেকু মেশিন এনে আমার ক্রয়কৃত কবরস্থানের জায়গা সহ বসতবাড়ি জোরপূর্বক জবর দখলের চেষ্টা চালায় এতে আমি বাধা প্রদান করায় আমার ছোট ভাই মনিরুজ্জামান তালুকদার(৩৫), বোন জামাই মিশর(৩৪), মোতাসিন(৫০),লাভলু (৫০) ও বোন তাছলিমা (৩২), হালিমা(৪৫), পেয়ারা(৫৫), শাহানূর(৪২),স্কুল পড়ুয়া ভাগিনা শাহিন (২২),জোবায়ের (২০) সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের মতো মিলে আমাকে ও আমার জামাতা মাহাবুব(৩৭) এবং নাতি রুবেল(২০)কে বেধড়ক মারধর করে এ সময় আমার ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে ছোট ভাই মনিরুজ্জামান তালুকদার এবং বোন, বোন জামাই, ভাগিনা ঘটনাস্থল ত্যাগ করে। তবে যাওয়ার সময় প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আহত অবস্থায় পরে থাকলে স্থানীরা উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে আমার জামাতা মাহাবুব এবং নাতি রুবেলের অবস্থা আশংকা জনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ অবস্থায় জানমালের নিরাপত্তা চেয়ে আমি দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে অভিযুক্ত মো.মনিরুজ্জামান তালুকদারকে খুঁজে না পেয়ে তার ফোনে একাধিক বার ফোন দিলে রিসিভ করেন নাই। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন অভিযোগের সততা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এম/এস