বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,সকল শিশুর সমান অধিকার, এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ ২০২২ইং নানান কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,স্থান উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল,১১.০০ ঘটিকায় উপজেলা টাউন হলে দিবসটি উপলক্ষ্যে কেককাঁটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মিস,হাসিনা আক্তার, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম,রামগড় থানার ওসি মোঃশামসুজ্জামান,২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম (আলমগীর),১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার,জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা আশ্রয়ণ ২,প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন ১৫টি পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্তান্তর ও যুব উন্নয়নের অধিদপ্তর থেকে ২জন সফল উদ্যোগতাকে ২লক্ষ্য টাকার চেক বিতরণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে রামগড় উপজেলার সরকারি- বেসরকারি সকল দপ্তরে পদস্থ কর্মকর্তা,শিক্ষক শিক্ষার্থী,ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখিত মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জনকে তুলে ধরার নিমিত্তে সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংঘটনের সমন্বয়ে আয়োজিত মেলা বিকেল ৪টায় রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে সামনে শুভ উদ্বোধন হবে।
এম/এস