মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার এ শ্লোগানে মহেশাখালীতে পালিত হলো ৪র্থ জাতীয় ভোটার দিবস (২ মার্চ) বুধবার সকাল সাড়ে ১০ টায় মহেশখালী উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরিফ বাদশা, মহেশখালী পৌর মেযর আলহাজ্ব মকছুদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারা পাশা চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালীর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই (পিপিএম) উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অবাধ সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা পেয়েছে। এসময় বক্তারা রোহিঙ্গারা যাতে কোনভাবে ভোটার হতে না পারে তারজন্য উপজেলা নির্বাচন অফিস ও চেয়ারম্যানবৃন্দের সার্বিক সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন..কুতুবজুম ইউপি চেয়ারম্যান এড. শেখ কামাল, হোয়ানক ইউপি চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এড. আব্দুল খালেক চৌধুরী, ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং ভোটারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- সরকার ভোটা অধিকার নিশ্চিত করতে গ্রামের সকল মানুষ’কে উন্নত মানের স্মার্ট কার্ড তৈরী করে হাতে হাতে পৌছে দিচ্ছে। সম্প্রতি অনুষ্টিত ছোট মহেশখালী ইউনিয়নে নিরপেক্ষে, শান্তিপূর্ন,অবাধ,সুষ্ট নির্বাচন উপহার দেওয়ায় উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোরের সচ্চ কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এম/এস